গতকাল বাকাশিবো-তে সার্টিফিকেট আনতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কর্মকর্তারা আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করে। প্রথমে অনেক ঘুরায়, এক ফ্লোর থেকে অন্য ফ্লোর পরে একটেবিল থেকে অন্য টেবিলে হয়রানী করে। পর্বর্তীতে “আব্দুল আজিজ” নামক অফিসার আমার কাছে ১ হাজার টাকা দাবি করে আর এটা বলে ১ ঘন্টার মধ্যে আমার সার্টিফিকেট দিয়ে দেবে। সঠিক পন্থায় অনেক চেষ্টা করার পরেও কোন উপায় না পেয়ে আমায় ১ হাজার টাকা ঘুষ দিতে হয়।